দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিয়ে করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী। সোমবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো যে সোমবারই বিয়ে করছেন তাঁরা। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সকলেই। এবার সামনে এল সত্যিটা। সোমবার দুপুরে আইনি বিয়ে সারলেন পরমব্রত ও পিয়া। পরিবারের উপস্থিতিতেই যোধপুর পার্কে পরমব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতেই বিয়ে করেন ‘পরমপিয়া’। পরিবার ছাড়াও বিয়েতে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের বন্ধু পরিচালক-প্রযোজক অরিত্র সেন। সূত্রের খবর, সব মিলিয়ে ২৫ থেকে ৩০জনের উপস্থিতিতেই সম্পন্ন হল বিয়ে। বাংলার পাশাপাশি এখন হিন্দি সিনেমাতেও সমানতালে কাজ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কেরিয়ারের শুরু থেকেই একাধিক সম্পর্কে জড়ালেও কোনওদিন লুকোছাপা করেননি তিনি। এমনকি তাঁর বিদেশিনী প্রেমিকা ইকার বিষয়েও খোলাখুলি জানিয়েছিলেন অভিনেতা। দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সেই সম্পর্ক টেকেনি। তবে পিয়ার বিষয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেনি পরমব্রত।
সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী ছিলেন পিয়া। ২০২১ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, পরমের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি পিয়া ও অনুপমের বিয়ে ভেঙেছে। যদিও পরম সেকথা নাকচ করে দেন। এমনকি এই বিষয়ে তিনি যে খুবই বিরক্ত তাও স্পষ্ট করে দিয়েছিলেন।এদিন বিয়ের মেনুতে ছিল বাঙালি পদ- ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি ও মিষ্টি।বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রেম করছেন যুগলে। লন্ডনে পরমের শ্যুটিংয়েও নাকি গিয়েছিলেন পিয়া। পিয়ার বাড়ির লোকের সঙ্গেও বেশ ভালই সম্পর্ক পরমব্রতর। পরমব্রতর নিয়মিত যাতায়াত রয়েছে পিয়ার বাড়িতে। ২৭ তারিখ খুব এলাহি না হলেও ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হল তাঁদের।