দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্রুত নিয়োগের দাবিতে কুণাল ঘোষের দ্বারস্থ এসএলএসটি কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। শনিবার এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল। আর সেখান থেকে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেন কুণাল। ২৭ লাখে চাকরি প্রার্থীদের মামলা লড়া হচ্ছে বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেল শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। শনিবার দুপুরে সেই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন কুণাল। বৈঠক পর তিনি নিশানা করেন বিকাশ ভট্টাচার্যের-সহ মামলাকারীদের আইনজীবীদের। তাঁর লক্ষ লক্ষ টাকা নিয়ে মামলা করে আসলে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দিচ্ছেন। এর আগে চাকরি প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। সেদিন কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান। কিন্তু বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি।
শনিবার চাকরিপ্রার্থীরা আবার তাঁর সঙ্গে দেখা করতে যান। এদিন ১৬ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেন তিনি। কথাও হয়। শরীরশিক্ষা ও কর্মশিক্ষার এই চাকরি প্রার্থীরা ২০১৬ সালের পরীক্ষার্থী। তাঁদের দাবি, দ্রুততার সঙ্গে নিয়োগ হোক। তার জন্য সরকার যা যা প্রয়োজন তাই করুক। পরে সাংবাদিকরা কুণাল বলেন, ‘কিছু আইনজীবী চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন। কোর্টের স্থাগিতাদের ওঠা ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়। যারা চাকরি চাই বলে দাবি করছেন তারাই আবার মামলা করে আটকে দিচ্ছেন। ২৭ লক্ষ টাকা নিয়ে মামলা করে নিজেদের দরদী বলছেন।’ ২০১৬ সালে এসএলএসটি-র কর্মশিক্ষা, শারীরশিক্ষা বিভাগে নিজেদের যোগ্যতা প্রমাণ এই চাকরিপ্রার্থীরা। তাঁদের নিয়োগের জন্য ১৬০০ শূন্যপদ তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাতেই এই প্রক্রিয়া শুরু হয়। যোগ্য প্রার্থীদের জন্য সুপারিশপত্রও তৈরি হয়। কিন্তু শেষ মুহূর্তে নিয়োগপত্র আর হাতে আসে নি চাকরিপ্রার্থীদের। এর জন্য কুণাল আইনজীবীদের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘আপনারা এদের থেকে দূরে থাকুন। দয়া করে এদের নিয়ে রাজনীতি করবেন না।’