দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বড়দিনে মধ্যরাতে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কনস্টেবল। সঙ্কটজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানই তাঁর মৃত্যু হয়। ব্যারাক থেকে খাদ্যভবনে ডিউটি যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন।মৃতের নাম তপন পাল (৫৩)। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তপনবাবুর বাড়ি নদিয়ার হরিণঘাটায়। তবে কাজের সূত্রে নিউমার্কেট এলাকায় খাদ্যভবনের ভিতরে পুলিশ বারাকে থাকতেন। সোমবার রাতে তপনবাবুর ডিউটি ছিল কলকাতা হাই কোর্টে।পুলিশ সূত্রে খবর, রাত আটটা নাগাদ ডিউটিতে যাওয়ার জন্য বারাক থেকে যখন তপন গাড়িতে উঠছিলেন, সেই সময় তাঁর সার্ভিস রিভলবার থেকে বুকে গুলি লাগে। মানসিক অবসাদ থেকেই তপন নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সূত্রের খবর কিছুদিন ধরেই তিনি নার্ভের সমস্যায় ভুগছিলেন। যদিও দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন তপন। ডিউটিতে যাওয়ার আগে তিনি ছয় চেম্বারের সার্ভিস রিভলভার ইস্যু করান। তার মধ্যে একটি লেগেছে কনস্টেবলের। তপনের বাড়ি নদিয়ার হরিণঘাটাতে। ব্যারাকের ঘর থাকলেও প্রায়শই তিনি বাড়ি থেকে যাতায়াত করতেন। পরিবারের মধ্যে কোনও অশান্তি ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।