নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক। শুক্রবার ভোর পৌনে পাঁচ’টা নাগাদ ই-মেল মারফত বোমা রাখার হুমকি পাঠানো হয়। যদিও কে বা কারা, এই হুমকি ইমেল পাঠিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। জাদুঘরে মোতায়েন রয়েছে পুলিশ, চলছে বম্ব স্কোয়াডের তল্লাশি।শীতের মরশুম। এ সময়ে কলকাতার বিভিন্ন জায়গায় পাশাপাশি জাদুঘরেও থাকে পর্যটকদের ভিড়। শুক্রবার সকালে তখন পর্যটকরা আসতে শুরু করে দিয়েছিলেন। তাঁদের চেকিং করেই ভিতরে ঢোকানো হচ্ছিল। আচমকাই জাদুঘরের ভিতরে বাঁশি বাজাতে থাকেন কর্মীরা। দ্রুত তৎপরতার সঙ্গে পর্যটকদের জাদুঘর থেকে বের করে দেওয়া হয়। তখন অবশ্য তাঁদের কারণ জানানো হয়নি। পরে জাদুঘর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়, সকালে একটি ই-মেল আসে।
সেখানে লেখা ছিল, “মিউজিয়ামের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। প্রতিটি বিস্ফোরক খুব ভাল করে লুকিয়ে রাখা রয়েছে। সকালেই বিস্ফোরণ হবে। ফলে সেখানে সেই সময় যারা থাকবেন সকলেই মারা যাবেন।”সেই মেইলে আরও লেখা ছিল, “আমরা টেরোরাইজারস ১১১ গ্রুপ। আমাদের গ্রুপের নাম মিডিয়ায় প্রকাশ করুন, না হলে আমরা অশান্তি থামাব না।” অফিস খোলার পর যখনই ইমেইলটি নজরে পড়ে, আধিকারিকরা থানায় খবর দেন। পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে।জাদুঘরের এক কর্মী বলেন, “আমরা চার তলায় ছিলাম। আমাদের দ্রুত নীচে চলে আসতে বলা হয়। আসলে অনেকেই তো ঢোকে। কার কী মনে আছে, বোঝা তো দায়।” জাদুঘরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।বোমা থাকার হুমকি মেলার পরে জাদুঘর বন্ধ রাখা সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই মতো কয়েক ঘণ্টা জাদুঘর বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাদুঘরের বাইরেও দেওয়া হয়েছে নোটিশ। এমনকি জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরে ফেলা হয়েছে তল্লাশির জন্য।