নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- তোলা দিচ্ছেন না কেন? খাস কলকাতায় ভরদুপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন |৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। অভিযুক্তরা এখনও অধরা। আতঙ্কে পরিবারের লোকেরা।খাস কলকাতায় ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিন্ডিকেটেরই আরেক সদস্যের বিরুদ্ধে। বুধবার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তিলজলার প্রোমোটারের। এরপরই অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযোগ, টাকার জন্য প্রোমোটারকে চাপ দিতেন অভিযুক্ত। সেই টাকা না পেয়েই পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি মৃতের স্ত্রীয়ের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রোমোটারের নাম মানা। একই সিন্ডিকেটের সদস্য ছিলেন অভিযুক্ত আলা। খুনের পর থেকেই তিনি ফেরার। মৃতের স্ত্রীয়ের দাবি, রবিবার দুপুরে টাকা চেয়ে মানাকে ফোন করেছিলেন আলা। টাকা না দেওয়ায় লাগাতর গালিগালাজ করতে শুরু করেন।
তাঁর স্ত্রী ফোন ধরলে তাঁকেও অকথ্য গালিগালাজ করেন আলা। মৃতের স্ত্রীয়ের দাবি, প্রায়শয়ই টাকা চেয়ে মানাকে ফোন করতেন আলা।রবিবার দুপুরে অভিযুক্তর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানা। তাঁর আসার কথা শোনার পরই আলা আরও তিনজনকে জড়ো করেছিলেন বলে অভিযোগ। মানা পৌঁছতেই তাঁকে মারধর শুরু হয়। ভাইপো বাঁচাতে গেলে তিনিও জখম হন। গুরুতর জখম অবস্থায় মানাকে উদ্ধার করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হয় মানার। তিলজলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এখনও অধরা অভিযুক্ত আলা।