প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টের রায় হাতে নিয়ে পথে নেমেছিল কলকাতা পুরসভা। হকারদের ফুটপাত দখল করে ব্যবসা করার ঘটনায় আমজনতার পথ চলতে অসুবিধা হয় বলে অভিযোগ। তাই হকারদের একসারিতে নিয়ে এসে ফুটপাতের বাকি অংশ খালি করার কাজ করতে শুরু করে কলকাতা পুরসভা। কিন্তু তারপরও আবার ফুটপাথ দখলের অভিযোগ তলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। ধর্মতলার পর এবার উঠে আসে কলেজ স্ট্রিট। আর সেখানে ১৫ দিনের মধ্যে দখল হওয়া ওই ফুটপাথ খালি করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এবার কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর ৪৭ নম্বর ওয়ার্ড তথা কলেজস্ট্রিট এলাকায় তিন মিটার চওড়া একটি ফুটপাথের ২ মিটার দখল হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে বিচারপতি ফুটপাথের ছবি দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, “এ তো ফুটপাথের গোটাটাই দখল হয়ে গিয়েছে। পুরসভা কী করছে?”এর পরই এজলাসে উপস্থিত পুরসভার আইনজীবী জানান, আদালত নির্দেশ দিলে ফুটপাথ খালি করে দেওয়া হবে। তখন বিচারপতি পালটা বলেন, “আদালত নির্দেশ না দিলে আপনারা ফুটপাথ খালি করবেন না? ধরে নিন, আদালত কোনও নির্দেশ দিচ্ছে না। বলুন, আপনারা কতদিনের মধ্যে নিজে থেকে ফুটপাথের ওই অংশ খালি করবেন?” বিচারপতি জানান, ১৫ দিনের মধ্যে ফুটপাথ খালি করবে পুরসভা। এই কাজে সবরকম সাহায্য করবে বউবাজার থানা। ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন ফুটপাথ খালি করে দেওয়ার ছবি পুরসভাকে আদালতে জমা দিতে হবে।