দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাতে মাত্র দুদিন,তারপরেই অযোধ্যায় নবনির্বিত রাম মন্দিরে রামলালার মূর্তি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হবে। অযোধ্যা জুড়ে এখন শেষ মুহূর্তের তৎপরতা। তবে শুধু রামের পুজো অযোধ্যাতে হবে তা নয়, ২২ জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন জায়গায় ওই একই সময়ে রামের পুজোর উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংগঠন। সেই তালিকায় রয়েছে কলকাতাও।কলকাতার একাধিক প্রথম সারির কর্পোরেট হাসপাতালে এবং রাজ্যের একাধিক কেন্দ্র-পরিচালিত হাসপাতালে এই চিকিৎসকেরা রামের পুজোর আয়োজন করতে চলেছেন।বিজেপির ডাক্তার সেলের পশ্চিমবঙ্গ শাখার আহ্বায়ক, চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় যেমন আমরি হাসপাতালের সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন, আমরির সল্টলেক শাখায় ২২ তারিখ রামের পুজো হবে।
পুজো হবে অ্যাপোলো হাসপাতালেও। দুই হাসপাতালেই নিজস্ব মন্দির রয়েছে। সেখানে নিত্যপুজো হয়। সেখানেই রামের ছবি এনে পুজোর আয়োজন করা হয়েছে। শারদ্বতের কথায়, ‘‘আগেই আমরা প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র সহকর্মী চিকিৎসকদের মধ্যে বিলি করেছি এবং ২২ তারিখ হাসপাতালের পুজোয় অংশ নিতে আহ্বান জানিয়েছি। আমরির সল্টলেক শাখায় যে মন্দির আছে, সেখানকার কৃষ্ণ মূর্তির পাদদেশে রামের ছবি রেখে পুজো হবে। রাতে পঞ্চপ্রদীপ জ্বালানো হবে।’’ যদিও এ ব্যাপারে আমরি হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘‘আমাদের কাছে এমন কোনও কর্মসূচির খবর নেই।’’ শারদ্বতের বক্তব্য, ‘‘কর্তৃপক্ষের তো এ ব্যাপারে কিছু বলার থাকতে পারে না। এতে রোগী বা পরিষেবার কোনও ক্ষতি হচ্ছে না। প্রত্যেকেরই পছন্দ অনুযায়ী ধর্মাচরণের অধিকার আছে।’’ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়ের কথায়, ‘‘অ্যাপোলোর একতলায় বড় মন্দির রয়েছে। সেখানেই চিকিৎসকেরা ২২ তারিখ রামের ছবি রেখে পুজোর আয়োজন করেছেন। এর জন্য হাসপাতালের ‘ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস’ সুরিন্দর সিংহ ভাটিয়া ও মেডিক্যাল সুপার পার্থ ভট্টাচার্যকে আমরা আমন্ত্রণপত্রও দিয়ে এসেছি।’’
Hindustan TV Bangla Bengali News Portal