Breaking News

গলায় ইনফেকশন,১ ঘণ্টার টনসিল অপারেশনের পরই কিশোরীর মৃত্যু!গাফিলতির অভিযোগে বাগুইআটির নার্সিংহোমে উত্তেজনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু। বাগুইআটি একটি বেসরকারি নার্সিংহোম-এর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা।গলা ব্যথা নিয়ে ইএনটি স্পেশালিস্ট ডক্টর রাহুল সরকারকে প্রথমে দেখিয়েছিলেন দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা ১৯ বছরের কিশোরী মীনাক্ষী বৈরাগী। চিকিৎসক গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে ওটি করার পরামর্শ দেন। সেই মতো ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ২৫ জানুয়ারি ভর্তি করানো হয় ওই কিশোরীকে। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক গতকাল ১টা নাগাদ রোগীর অপারেশন করেন। ২র মধ্যে অপারেশন শেষও হয়ে যায়। চিকিৎসক সেই সময় রোগীর পরিবারকে জানান যে, সুস্থ আছে মীনাক্ষী বৈরাগী।

অপারেশন সফল হয়েছে। কিন্তু রোগীর পরিবারের অভিযোগ,অপারেশন সফল বললেও তাঁরা যখন রোগীকে দেখতে যান তখন রোগী বেডে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এরপর রাত ১০টা নাগাদ রোগীকে আইসিইউতে শিফট করা হয়। তার কিছুক্ষণ বাদেই রোগীর পরিবার জানতে পারেন যে, মৃত্যু হয়েছে কিশোরী মীনাক্ষী বৈরাগী সরকারের । সেই সময় হাসপাতলে কোনও চিকিৎসক ছিলেন না বলেও দাবি রোগীর পরিবারের। এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন রোগীর আত্মীয় পরিজনরা। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাগুইহাটি এলাকায়।চিকিৎসার গাফিলতিতেই বধূর মৃত্যু বলেই দাবি আত্মীয়দের। নার্সিংহোমে তুমুল বিক্ষোভ দেখান স্বজনহারারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। পুলিশই পরিস্থিতি সামাল দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *