Breaking News

অবাঞ্ছিত প্রাণ’!২৩ সপ্তাহের গর্ভবতী যুবতীর গর্ভপাতের নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যুবতীর ভবিষ্যতের কথা ভেবে মানবিক সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। ২৩ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিলেন বিচারপতি। উল্লেখ্য, ২৩ সপ্তাহ সময় পর্যন্ত গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা।‌ তারপর গর্ভপাতের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন, যুবতীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ সপ্তাহে পরেও তাঁকে গর্ভপাতের অনুমতি দিচ্ছে আদালত।কলকাতার গল্ফগ্রীন এলাকার বাসিন্দা ২৭ বছরের এক যুবতী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক ব্যক্তির বিরুদ্ধে।

২০২৩ সালের জুলাই মাসে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে ২১ সপ্তাহ পর জানা যায় যুবতী গর্ভবতী। এর পরেই ওই যুবতীর আইনজীবী গৌতম দেব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।ওই যুবতীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ সপ্তাহে তাঁকে গর্ভপাতের নির্দেশ দিলেন সব্যসাচী ভট্টাচার্য। এম আর বাঙুর হাসপাতালের গাইনোকোলজিস্ট বিভাগের ২ বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন শিশু বিভাগের চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করে ওই যুবতীর গর্ভপাত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট এও জানিয়েছে, ওই যুবতীর যাতে শারীরিক কোনও সমস্যা না হয় তাও নিশ্চিত করতে হবে এম আর বাঙ্গুরের চিকিৎসকদের। এবং ওই যুবতী কেমন আছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রিপোর্ট দিয়ে জানাতে হবে আদালতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *