দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শিক্ষা দুর্নীতি মামলায় ফের বড়সড় ধাক্কা। মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। মনে করা হচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্যের যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই এই সিদ্ধান্ত। দুই বিচারপতির বিরোধের মাঝে মঙ্গলবার এনিয়ে প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন।মঙ্গলবার বিচারপতি সেন বলেন, ”এই আদালত অপমানিত হয়েছে। সংবাদমাধ্যমে বলার অধিকার সবারই আছে। কিন্তু বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলাতেই।”
Video Player
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি শুধু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই।” বিচারপতি সেন তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ”দয়া করে কিছু বলবেন না। আমাদের কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই। এই মামলা থেকে সরে দাঁড়ালাম।”বিচারপতি সেন আরও বলেন, ‘‘কোনও মামলার প্রতি আমার বিশেষ আনুগত্য নেই। বিষয়টি নিয়ে আমার কিছুই বলার নেই। তাই দয়া করে ওই বিষয়ে কিছু বলবেন না।’’00:00
00:00
এরপরেই উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি সেন। তাঁর কথায়, ‘‘অনেকে আসবেন, অনেকে যাবেন। কিন্তু এই প্রতিষ্ঠান রয়ে যাবে। তাই আমি এই পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই না।’’