দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতায় ফের আত্মঘাতী পুলিশ। নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। তিনি ওয়ারলেস শাখায় কর্মরত ছিলেন। ওই পুলিশ কনস্টেবলের নাম পুলক ব্যাপারী (৩৫)। পর্ণশ্রী থানা এলাকায় তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ একটি আবাসন থেকে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম পুলক ব্যাপারী,বয়স ৩৫ বছর। কলকাতা পুলিশের ওয়ারলেস ব্রাঞ্চের কর্মী ছিলেন তিনি। পর্ণশ্রী থানা এলাকার গোপাল মিশ্র রোড এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। স্ত্রী থাকতেন সঙ্গে। মঙ্গলবার বাড়িতেই ছিলেন পুলিশ কর্মী। আচমকা গুলির শব্দ পান স্ত্রী। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্বামী। তিনিই তড়িঘড়ি প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় থানায়।তাঁর দেহের কাছেই পড়েছিল পিস্তল। পুলিশ জানিয়েছে, ওই পিস্তল উদ্ধার করা হয়েছে। কী কারণে হত্যা করলেন ওই কনস্টেবল? তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে ওই আবাসনে ভাড়া থাকতেন পুলকবাবু। দীর্ঘদিন তিনি ছুটিতে ছিলেন। সম্প্রতি আবার তিনি কাজে যোগ দিয়েছেন। ছুটি নিয়ে কোনও সমস্যা হয়েছিল নাকি বাড়িতে কোনও সমস্যা হয়েছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবাসনের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটেছে বাংলায়। সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হয়েছেন একাধিক পুলিশ কর্মী, জওয়ান। এবার সেই তালিকায় পুলকবাবু।