প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাড়ির ভিতর থেকে উদ্ধার হল একাকী বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে দমদমের গোড়াবাজার এলাকায়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই অবস্থায় বৃদ্ধাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় খুনের অভিযোগ জানিয়েছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা।
ওই বৃদ্ধার নাম তারা শর্মা (৬৮)।তাঁর স্বামী অশোক শর্মা বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। মাস ছয়েক আগে তাঁর মৃত্যু হয়। সেই থেকে গোরাবাজারের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। সূত্রের খবর, মঙ্গলবার সকালের পর বৃদ্ধাকে আর কেউ দেখতে পাননি। বৃদ্ধার মেয়ে বারবার ফোন করলেও মায়ের সাড়া পাননি। এরপর বাড়িতে ছুটে আসেন তিনি। বহু ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় দমদম থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, পড়ে বৃদ্ধার রক্তাক্ত দেহ।পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে। বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে বৃদ্ধার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। আঘাত এতটাই জোরে করা হয়েছিল যে এর ফলে মাথার খুলি ফেটে ঘিলু বেরিয়ে আসে। বৃদ্ধার মেয়ের দাবি, তার মাকে খুন করা হয়েছে। যদিও কী কারণে এই খুনের ঘটনা তা বুঝে উঠতে পারছেন না তিনি। কিন্তু কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। লুটের উদ্দেশ্যে খুন নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করছে দমদম থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal