দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মর্মান্তিক ঘটনা বেহালায় | সরস্বতী পুজোর পরের দিন আত্মহত্যা করেছে নবনালন্দা স্কুলের দশম শ্রেণির ছাত্রী | ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রীর নাম সৃজনী দালাল। এই ঘটনায় শোকাচ্ছন্ন গোটা এলাকা। পাড়ার অনেকের কাছেই প্রিয় ছিলেন সৃজনী। তার এমন আচমকা চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না অনেকেই।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বেহালা বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী সৃজনী গত পরশু দিন পাড়ার সরস্বতী পুজোতে ছিল। বাড়ির লোক জানাচ্ছে, সারাদিন বন্ধুদের সঙ্গে বাইরেই ছিল সে। রাতে বাড়ি ফেরে। কিন্তু সেদিন আর তাঁরা কিছু বলেননি। পরের রাতেও পাড়ার সরস্বতী পুজোর ভাষণে যেতে চেয়েছিল সৃজনী। কিন্তু তার মা বকাবকি করেন ও ভাসানে যেতে দেননি।সামনেই বড় পরীক্ষা। তাই পড়তে বসতে বলেছিলেন। সেই নিয়ে মানসিক অবসাদে ছিল সৃজনী। শুক্রবার দুপুরে মা ডাকলে সাড়া পাননি। গিয়ে দেখেন ঘরে দরজা বন্ধ রয়েছে। সন্দেহ হলে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ছাত্রী। তড়িঘড়ি তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে বেহালা থানার পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু হয়েছে।দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে |