Breaking News

মোদীকে নিশানা করে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ!মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রী সম্পর্কে অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগ গেরুয়া শিবিরের। কোচবিহারে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়ো ক্লিপ দিয়ে অভিযোগ। কোচবিহারে জনসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কু-কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাল বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।বিজেপির তরফে কমিশনে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপত্তিকর’ ও ‘অসাংবিধানিক’ শব্দ প্রয়োগ করেছেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে নির্বাচন কমিশনের তরফে ভোটের আগে যে সব রাজনৈতিক দল ও নেতাদের প্রচারের সময়ে যথাযথ মর্যাদা বজায় রাখার কথা বলে গাইডলাইন জারি করা হয়েছিল, সে কথাও নালিশ-পত্রে উল্লেখ করেছে বিজেপি। কমিশনের কাছে পাঠানো ওই চিঠিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গাইডলাইন না মানা এবং প্রধানমন্ত্রীকে নিশানা করে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপি শিবির।উল্লেখ্য, এর আগে বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধেও ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ তুলেছিল তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সেই নিয়েও ব্যাপক হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে, পদক্ষেপ করেছিল কমিশনও। শোকজ করা হয়েছিল দিলীপ ঘোষকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *