প্রসেনজিৎ ধর, কলকাতা :-আজ এসএসসি নিয়োগ মামলার রায় দিতে প্রায় ২৫,৭৫৩ জন চাকরিপ্রাপকের নিয়োগ বাতিল করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেলের নিয়োগ বাতিল করেছে উচ্চ আদালত। তবে তার মধ্যে একজনের নিয়োগ বহাল রাখল আদালত। জানা গিয়েছে, শুধুমাত্র সোমা দাস নামক এক চাকরিপ্রাপকের চাকরি বাতিল হবে না। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, মানবিক কারণেই সোমা দাসের চাকরি বহাল থাকবে। উল্লেখ্য, ক্যানসার আক্রান্ত সোমা দাস প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছিলেন। ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের এসএলএসটি পরীক্ষায় বসেছিলেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে শিক্ষকতার চাকরি পান সোমা। ২০১৬ প্যানেলে শুধমাত্র তাঁরই চাকরি বহাল থাকল।যদিও সোমার কথায়, ‘‘আমাদের মঞ্চের দাবি কখনওই আমার একার চাকরির জন্য ছিল না। আমাদের দাবি ছিল, যোগ্য প্রার্থীরা যেন তাঁদের অধিকার পান। দীর্ঘ দিনের দুর্নীতির কারণেই আমরা চাকরি পাইনি।’’ এরপরই সোমা বলেন, ‘‘হাইকোর্টের আজকের রায়ে এটা প্রমাণিত যে, নিয়োগ পদ্ধতিতে দুর্নীতি ছিল। আমরা চাকরির যোগ্য দাবিদার। এই রায়ের পর চাকরিপ্রাপকদের প্রশ্ন, তাঁরা কী পেলেন? সত্যিই তো! সুবিচারের মাধ্যমে যত ক্ষণ না তাঁরা চাকরি পাবেন, তত ক্ষণ পর্যন্ত বলা বিচার সম্পন্ন হয়েছে এটা বলব কী করে!’’ দীর্ঘ lদিন চাকরির দাবিতে আন্দোলন করে চলা ‘যোগ্য’দের পাশে তিনি আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন সোমা। একই সঙ্গে তিনি বলেন, ‘‘বাতিল হওয়া প্যানেলেও অনেক যোগ্য শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, তাঁদের চাকরিও প্রশ্নের মুখে। তাঁরাও যেন সসম্মানে আবার পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন সেটা দেখার জন্য বিচারপতিদের কাছে অনুরোধ করছি।’’
Hindustan TV Bangla Bengali News Portal