Breaking News

মুর্শিদাবাদে ‘সন্ত্রাস’!ইভিএম খারাপ, একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ,সেলিমকে ‘গো ব্যাক’ স্লোগান

নিজস্ব সংবাদদাতা :-তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। কিন্তু ভোট শুরু হতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসছে নানা দিক থেকেই। ডোমকল, হরিহরপাড়া, রানিনগর, ভগবানগোলায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। ভোটের দিন সকালে হরিহরপাড়ার অঞ্চল কংগ্রেস সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায়। কংগ্রেসের অভিযোগ, ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনাস্থলে পৌঁছে হরিহরপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
ভোট শুরু হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ। গোপীনাথপুর, কেশবপুর সহ একাধিক জায়গায় ভুয়ো ভোটারকে চিহ্নিত করেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। পাল্টা তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। মারধর করার অভিযোগ তোলেন সেলিমের বিরুদ্ধে। এই আবহে আবার মুর্শিদাবাদের ডোমকল থানার একটি বুথ থেকে সিপিএম কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।মুর্শিদাবাদের ডোমকল থানার বিএসএমএম হাই মাদ্রাসা ১৫৩ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, সেখানে সিপিএম কর্মীরা ভোট দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মারধর করে। তাড়িয়ে দেয়। অভিযোগ পেয়ে ডোমকল থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তাঁদের উদ্যোগে সিপিএম কর্মীরা ভোটদান করেন।
আজ সকালে ডোমকলের ২৫৪ ও ২৫৫ নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে । সেইসঙ্গে মোটরবাইকও ভাঙচুর করা হয় ৷ এদিন বোমাবাজির পাশাপাশি আরও কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণ নগর মাঠপাড়া ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় ঘটনাস্থলে।

ভোট শুরুর মুহূর্তে ইভিএম বিকল জলঙ্গির টিকরবাড়িয়াতে। তাই ভোটগ্রহণ বন্ধ ছিল। বুথ নম্বর ১৯৭। পাশাপাশি ইভিএম বিভ্রান্তের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কালীমন্দির এলাকার ১৮ নম্বর বুথে ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *