প্রসেনজিৎ ধর :-ফের শিরোনামে পাণ্ডুয়া। মাঠ থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। এই ঘটনায় মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়ায় সিমলাগড়ের চাপারুইয়ে। এদিন সকালে স্থানীয়রা মাঠের আলে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন|সালোয়ার-কামিজ পরা ওই মহিলা উপুড় হয়ে পরে ছিলেন। পাশে পড়েছিল একটি ব্যাগ। খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশের দাবি, হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে প্রাথমিকভাবে জানিয়েছেন বজ্রপাতের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। তবে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। সঠিক কারণ জানতে দেহটি চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি।মঙ্গলবার মহিলার দেহ উদ্ধারের খবর পেয়ে পাণ্ডুয়া থানায় যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। লকেটের অভিযোগ, ”পুলিশ বলছে, বজ্রপাতে ওই মহিলার মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনা তা নয়। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ কী করে আগে সরিয়ে দেবে, সেই কাজ করেছে পুলিশ।” এটা নিছক দুর্ঘটনা নয়, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। তাঁর দেহের পাশে রক্ত ছিল এবং ব্যাগও পাওয়া গিয়েছে। বজ্রপাতে মৃত্যু হলে রক্ত কেন? এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। এই ঘটনার সঠিক তদন্ত না হলে বিজেপি আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন লকেট।তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর জানান, কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত না করে বলা যাবে না। তাঁর কথায়,” আমি যতদূর খবর পেলাম হাসপাতালের কোনও ডাক্তারবাবু বজ্রাঘাতে মৃত্যু হতে পারে এমন অনুমানের কথা জানাননি। কারণ পোস্টমর্টেম ছাড়া এভাবে কিছু বলা যায় না।”