প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার সকালে বাগুইআটি জর্দাবাগান এলাকায় জনবহুল অঞ্চল থেকে মাথার খুলি–সহ ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ব্যাগটি প্রথমে দেখতে পান। সেই ব্যাগে দেখা যায়, মানুষের মাথার খুলি, হাড় জাতীয় বস্তু পড়ে রয়েছে। তখনই স্থানীয় বাসিন্দারা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। ব্যাগে মানুষের মাথার খুলি ও হাড় যা কিছু রয়েছে সব খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পরিত্যক্ত একটি বাড়ির পাশেই পড়েছিল ওই ব্যাগ। আর তা দেখে কার্যত সন্দেহ হয় এলাকাবাসীর। তাই দ্রুত তাঁরা খবর দেয় বাগুইআটি থানায়।এই ঘটনার নেপথ্যে কোন বিষয় রয়েছে তাও জানার চেষ্টা চলছে। কারণ ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে খুলি, হাড়গোড় আর কঙ্কাল। পুলিশ ঘটনাস্থলে এসে সব উদ্ধার করে নিয়ে গিয়েছে থানায়। গোটা ঘটনা খতিয়ে দেখতে এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই আবহে অনেকে চাউর করছেন, মেডিক্যাল সায়েন্সে ব্যবহার করার জন্য এই হাড়গুলি রাখা হয়েছিল। কিন্তু এই তথ্য কতটা যুক্তিসঙ্গত সেটা খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি কলকাতায় চিকিৎসা করাতে এসে ‘খুন’ হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এই ঘটনায় ধৃতরা পুলিশি জেরায় জানিয়েছে, তাঁকে খুনের পর দেহ ৮০ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তার কোনও অংশই বস্তুত এখনও পাওয়া যায়নি। সোমবার বাগুইআটির এই কঙ্কাল উদ্ধারের সঙ্গে সেই হত্যাকাণ্ডের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal