দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার ছুটির দিনে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু, ১৬ জুন ইউপিএসসি পরীক্ষা। বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য রবিবার মেট্রো পরিষেবা শুরু করার সময়ে বদল আনা হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রবিবার অর্থাৎ ১৬ জুন সকাল ৭টা থেকে পাওয়া যাবে মেট্রো। রবিবার ছুটির দিন বাস, গাড়িও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় কম থাকে।রবিবার ইউপিএসসি পরীক্ষা দিতে আসবেন বহু পরীক্ষার্থী। ছুটির দিনে সাধারণত লোকাল ট্রেন, বাসও অন্যদিনের তুলনায় কম চলাচল করে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এই বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো। দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৭টায় শুরু হবে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। এদিন আপ-ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলাচল করবে।মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘ইউপিএসসি পরীক্ষার জন্য আগামী রবিবার কয়েকটি স্পেশাল মেট্রো চলবে। শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয়, সাধারণ যাত্রীরাও এই মেট্রোও উঠতে পারবেন।” ওই দিন আপ এবং ডাউন লাইনে ১৩০টির বদলে ১৩৮টি ট্রেন চলাচল করবে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে আপ এবং ডাউন দুই লাইনেই সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে। তবে শেষ মেট্রোর ক্ষেত্রে সময় অপরিবর্তিত রাখা হয়েছে। এদিকে ১৭ তারিখ ইদ উল আধা। এদিন ব্লু লাইনে মেট্রো রেল ২১৪টি ট্রেন চালাবে। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন।