Breaking News

বিকট শব্দে ফাটল ২টি সিলিন্ডার! মহেশতলায় বহুতলে বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার ফেটে জখম কমপক্ষে ৪

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার সাতসকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মহেশতলা। ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায় একটি বহুতলে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুমান একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। অন্য কারণও খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে জখম চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে। ওই বহুতলের চারতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা দেখেন দাউদাউ করে জ্বলছে বহুতলের চারতলার একাংশ। কালো ধোঁয়ায় ঢাকে আশপাশের এলাকা। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত এবং সিইএসসির আধিকারিকরাও। বড়সড় বিপদ এড়াতে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের প্রায় গোটাটাই ঝলসে গিয়েছে বলে খবর।ঘটনা প্রসঙ্গে এলাকারই এক যুবক বলেন, “সকালবেলা হঠাৎ একটা শব্দ শুনতে পাই। আমরা দৌড়ে নিচে নেমে আসি। দেখি দাউদাউ করে ওই বাড়ির উপরের তলা পুরো জ্বলছে। বাকি সবাইকে খবর দিই। তারপর দমকল আসে। আমরা নিজেরাই বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিলাম।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *