প্রসেনজিৎ ধর, কলকাতা :- সঙ্গীনীকে গুলি করে আত্মঘাতী যুবক। গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসে বুধবার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গিনীকে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে, খুন করার উদ্দেশ্য নিয়েই সঙ্গিনীকে গেস্ট হাউসে নিয়ে এসেছিলেন রাকেশ। বৃহস্পতিবার জানা গিয়েছে, সম্পর্কের টানাপড়েন থেকেই খুন করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সুইসাইড নোটে এমনই ইঙ্গিত রয়েছে, দাবি পুলিশের। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ, তৃতীয় কোনও ব্যক্তির জন্যই এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ, গোটা ঘটনার নেপথ্যে থাকতে পারে ত্রিকোণ প্রেম।তদন্তকারীদের সন্দেহ, তরুণী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা মেনে নিতে পারেনি ওই যুবক। তারপরই সে তরুণীকে মেরে নিজে আত্মহত্যা করবে বলে পরিকল্পনা করে। প্রাথমিক সূত্রের খবর, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছিল ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পেটে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।মৃত যুবকের নাম রাজেশ সাউ। পুলিশের অনুমান, তরুণীর নতুন সম্পর্ক কিছুতেই মানতে পারছিল না সে। তাই প্রায় জোর করেই সে তাকে কলকাতার ওই গেস্ট হাউজে ডেকেছিল। গেস্ট হাউসের কর্মচারীরা জানিয়েছেন, বুধবার বিকেলে আচমকা গুলির শব্দে সকলে ছুটে যান নির্দিষ্ট রুমে। দেখেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর, পড়ে রয়েছে তরুণ-তরুণী। পুলিশ জানিয়েছে, তরুণীকে প্রথমে গুলি করে যুবক। তাঁর পায়ে, পেটে গুলি লাগে। এর পরেই নিজের মাথায় গুলি চালায় সে। যে ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে তা রাজেশের ব্যাগে ছিল বলে সূত্রের খবর। পুলিশ মনে করছে, অনেক আগে থেকেই তরুণীকে মেরে নিজে আত্মহত্যা করার পরিকল্পনা করে ফেলেছিল সে।