দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতার কড়েয়া থানা এলাকায়। একটি বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল যুবকের দেহ। রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁকে ঘরে ঢুকে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত। এলাকার সব সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।নিহত যুবকের নাম সামসের আলি। বছর আটত্রিশের ওই যুবক নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত বলেই খবর। কোয়েস্ট মলের পিছনদিকে বাস তাঁর। সেখান থেকেই শুক্রবার তাঁর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর দেহ রক্তে ভেসে যাচ্ছিল। রয়েছে একাধিক ক্ষতচিহ্নও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ ও হোমিসাইড শাখার তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, গলায় ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। আশপাশের লোকজন কেউ কিছু বুঝতে পারলেন না কেন, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। তাই পুলিশের সন্দেহ, পরিচিত কেউ বা কারা ওই ব্যক্তির ওপর হামলা চালিয়ে থাকতে পারে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।খুন নাকি আত্মহত্যা করেছেন ওই যুবক, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ক্ষতচিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। কে বা কারা খুন করেছে তাঁকে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তথ্যের খোঁজে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এলাকার সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।