দেবরীনা মণ্ডল সাহা :-সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। প্রায় চার মাস পরে সোমবার দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি ছিল। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তবে এদিন ফের পিছিয়ে গেল শুনানি। আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ শুনানির প্রয়োজন। মেরিটে শুনানির প্রয়োজন। তাই শুনানি পিছোল বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে ফের। এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। পুজোর আগে শুনানির আবেদন করেছেন মামলাকারীরা।সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয়। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক।|রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি জানান, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয়ে শুনানি হবে। শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত।২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি।
ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে, তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম। আরও সময় লাগতে পারে।পুজোর আগে আদালত থেকে ভালো কোনও খবর আসতে পারে বলে আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু সোমবারের শেষ বেলায় সেই আশায় জল পড়ল। বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সোমবার হবে না মামলার শুনানি। মামলাটির শুনানি কবে হবে তা জানা যাবে ২ সপ্তাহ পর। এই নিয়ে সুপ্রিম কোর্টে ১২ বার পিছল ডিএ মামলার শুনানি।