নিজস্ব সংবাদদাতা :- বাংলাদেশের সেনাবাহিনীর একাধিক শীর্ষপদে বড়সড় রদবদল আনা হল।দেশ ত্যাগের পথে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী মহম্মদ হাসান মাহমুদকেও। বাংলাদেশ সরকারের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এর তরফে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক শীর্ষ পদে রদবদল আনা বয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডতে পাঠানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে আনা হল। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক পদে আনা হল।দেশ ত্যাগের পথে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার দুপুরে তিনি তাঁর দুই ব্যক্তিগত কর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করার সময় তিনি বিমানবন্দরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিমানে চড়ে তিনি ভারতে উড়ে যেতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে থাকা কর্মকর্তারা নেপালে যেতে চেয়েছিলেন। কিন্তু নেপালে চলে যেতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু, বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের বিমানে উঠতে দেননি। তাঁদের প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের হেফাজতেই রাখা হয়। পরে প্রাক্তন মন্ত্রীকে আটক করে বায়ুসেনার কর্তারা।গ্রেফতার করা হয়েছে হাসিনা সরকারের আরেক মন্ত্রীকেও। বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী মহম্মদ হাসান মাহমুদকেও গ্রেফতার হয়েছেন বলে খবর রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal