দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে ফের তলব করল সিবিআই। শুক্রবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় তাঁকে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। এদিন সকালে সিবিআইয়ের পিছনের গেট দিয়ে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি।সিজিওত ঢোকার সময় প্রাক্তন অধ্যক্ষ বলেন, “কারা রটিয়ে দিয়েছে, আমাকে নাকি গ্রেফতার করা হয়েছে, এটা ঠিক নয়!আমাকে গ্রেফতার করা হয়নি।” এও জানান, তিনি সিবিআইকে তদন্তে সবদিক থেকে সহযোগিতা করছেন।শুক্রবার মাঝপথ থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। বেশ কয়েক ঘণ্টা ধরে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। গত ৮ অগস্ট রাতে যখন তিলোত্তমার মৃত্যুর ঘটনা ঘটে, তখন ওই আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তাই ওই দিন রাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারীরা।তবে শুধু সন্দীপ ঘোষকে নয়, ওইদিন রাতে যাঁরা কর্তব্যরত ছিলেন, সেই কর্মী, নার্সদেরও তলব করা হয়েছে। রেজিস্টার দেখে সিবিআই খুঁজে বের করেছে, কারা ছিলেন হাসপাতালে।