প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস ভাবে খুন করার ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় নাকি সেই রাতে যৌনপল্লিতে গিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, তদন্তকারীরা সঞ্জয়ের গতিবিধি ট্র্যাক করেই জানতে পেরেছে যে সেই রাতে সঞ্জয় যৌনপল্লিতে গিয়েছিল। তারপর সেখান থেকে সে আরজি কর হাসপাতালে ফিরে এসেছিল। জানা গিয়েছে, ঘটনার দিন রাত ১১টা নাগাদ আরজি কর হাসপাতালের সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায়। এর কিছু পরে সঞ্জয় হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরে আবার হাসপাতালে ফেরে সে। সেমিনার হলের কাছে সিসি ক্যামেরায় তাঁকে দেখা যায় ভোর ৪টে নাগাদ। ৩০ থেকে ৩৫ মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে যায় সঞ্জয়। এই আবহে রিপোর্টে দাবি করা হয়েছে, রাতে আরজি কর থেকে বেরিয়ে সঞ্জয় কোথায় গিয়েছিল, সেই খোঁজ করতে জানা যায় যে অভিযুক্ত সেই সময় যৌনপল্লিতে গিয়েছিল। সেই সময় সঞ্জয় একা ছিল না। সঙ্গে ছিল এক বন্ধু।সেখান থেকে বেরিয়ে ফের আর জি কর হাসপাতালে যায় সঞ্জয়। সিবিআই সূত্রের খবর, এরপর সেমিনার হলে পৌঁছয় সে। তবে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয়ের ভূমিকা ঠিক কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঞ্জয়ের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal