নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-খাস কলকাতায় আবারও যৌন নির্যাতনের অভিযোগ। এবার যৌন নিগ্রহের শিকার এক ১২ বছরের এক নাবালক। নির্যাতনের খবর ফাঁস করলে পরিবারকে হুমকিও দিত অভিযুক্ত ব্যক্তি। অবশেষে অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব পুটিয়ারি এলাকার ঠাকুরপাড়ায়। গত এক বছর ধরে ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই নাবালক। তার মা পরিচারিকার কাজ করেন। অভিযোগ, গত ১০ আগস্ট বাড়িওয়ালা দিলীপ মণ্ডল ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ|এরপরই মাকে যৌন নির্যাতনের ঘটনাটি জানায় সে। জানতে পেরেই বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা হয় নাবালকের মায়ের। এরপর স্থানীয়দের সঙ্গে থানায় গিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালকের মা।অভিযোগ পেয়ে রাতেই ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। বাড়িওয়ালাকে আটক করে নিয়ে যায় থানায়। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তাকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানা যায়নি। ওদিকে ঘটনার জেরে ভেঙে পড়েছে ১৪ বছরের কিশোর। পুলিশ তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal