প্রসেনজিৎ ধর, কলকাতা :- মধ্যরাতে আগুন লেগে আতঙ্ক ছড়াল কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায়। বুধবার রাত দেড়টা নাগাদ সেখানাকার পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের মোট ২০টি ইঞ্জিন। কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে খবর।তবে ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কারখানার ভিতরে যে কর্মীরা ছিলেন, তাদেরও উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারাই। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আরও ৫টি ইঞ্জিন এবং শেষে আরও ১০টি ইঞ্জিন- সব মিলিয়ে মোট ২০টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ ভরপুর থাকায়, নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ওই প্লাস্টিকের কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেই জানা গিয়েছে।তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় ফায়ার পকেট নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। দমকল সূত্রে জানানো হয়েছে, লোহার গোডাউনের ভিতরে কয়েকজন কর্মচারী আটকে থাকলেও, প্রত্যেককে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। বেআইনিভাবে দীর্ঘদিন ধরে এই কারখানাগুলি চলছিল বলে জানা গিয়েছে।