প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘নো সেফটি, নো ডিউটি’, স্লোগানকে সামনে রেখে কর্মস্থলে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে আরজি কর-সহ রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন ডাক্তারি পড়ুয়ারা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দাবিতে অনড় তাঁরা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।শনিবার স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকেও গলল না বরফ। সূত্রের খবর, এবারও তাঁরা কর্মবিরতি প্রত্যাহারে নারাজ।আর জি কর হাসপাতালের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। দায়িত্ব পাওয়ার পর থেকে কতটা অগ্রগতি হল, তা জানতে শুক্রবার আন্দোলনরত চিকিৎসকরা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। কিন্তু তাদের তরফে কোনও সদুত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়েই তাঁরা জানিয়েছিলেন, এখনই কর্মবিরতি তুলছেন না তাঁরা। যদিও স্বাস্থ্যভবনের কর্তারা বার বার আবেদন করেছেন, কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে। তাতে নারাজ জুনিয়র চিকিৎসকরা।সিবিআই তদন্তভার গ্রহণের পর ৯ দিন অতিক্রান্ত। তদন্ত কতদূর এগোল? তা জানতে শুক্রবার বিকেলে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের এক প্রতিনিধি দল পৌঁছেছিল সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে দেখা করার পর বাইরে এসে আন্দোলনকারী পড়ুয়ারা জানান, “আদালতের নজরদারিতে তদন্ত চলছে, এই যুক্তিতে তদন্তের অগ্রগতির বিষয়ে কোনও কথা বলতে চাননি সিবিআইয়ের কর্তারা। অথচ আমরা যে কটি দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, তার মধ্যে প্রথমেই ছিল, তদন্তের অগ্রগতির রিপোর্ট জানাতে হবে।”