দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর তাতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলেও তদন্ত করছে সিবিআই। এই আবহে আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলা নিয়ে যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করল সিট। এবার নথি পাওয়ার পরই নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই।কলকাতা হাই কোর্টের নির্দেশে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই। শনিবার সকালে ওই মামলার নথিপত্র তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকারের সদ্যগঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)।আরজি কর কাণ্ডের মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগ, টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অ্যান্টি করাপশন ইউনিটেও অভিযোগ করা হয়েছিল। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সিবিআইকে এই দুর্নীতির তদন্ত ভার দেওয়া হয়েছে।সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে আগেই সিট গঠন করেছিল রাজ্য। তবে, সিটের হাত থেকে সেই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট। এরপর আজ, শনিবার নিজাম প্যালেসে গিয়ে মামলা-সক্রান্ত যাবতীয় নথি সিবিআই-কে হস্তান্তর করে সিট-এর আধিকারিকরা। সমস্ত নথি হাতে পাওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফে।