Breaking News

নতুন পেনশন প্রকল্পরের ঘোষণা কেন্দ্রের!কেন্দ্রীয় সরকারি কর্মীদের কী কী সুবিধে?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করল নরেন্দ্র মোদী সরকার৷ শনিবারই এই নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই ঠিক করবেন, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-কে বেছে নেবেন৷ একই ভাবে রাজ্য সরকারগুলিও নিজেদের কর্মচারীদের জন্য ইউপিএস-কে বেছে নিতে পারবে৷ এত দিন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ‘ন্যাশনাল পেনশন স্কিম’ (এনপিএস) চালু ছিল। যা নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। দাবি, এনপিএসের অধীনে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা অনিশ্চিত। নতুন পেনশন প্রকল্পের দাবি উঠছিল অনেক দিন ধরেই। এ বার সেই দাবিতেই সিলমোহর পড়ল। আগামী বছর ১ এপ্রিল থেকে চালু হবে ইউপিএস। তবে, পেনশভোগীরা এনপিএস বা ইউপিএস— যে কোনও একটি প্রকল্প বেছে নিতে পারবেন।অশ্বিনী জানিয়েছেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরেই পেনশন প্রকল্পে কিছু পরিবর্তনের দাবি জানাচ্ছিলেন। সেই কারণে প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব টিভি সোমনাথের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটি বিভিন্ন সংস্থা এবং প্রায় সমস্ত রাজ্যের কর্মচারী সংগঠনগুলির সঙ্গে শতাধিক বৈঠক করে। এ ছাড়াও রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিশ্ব ব্যাঙ্ক-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পরই ওই কমিটি ইউনিফাইয়েড পেনশন স্কিম সুপারিশ করে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রকল্পের অনুমোদন দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *