দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার দুপুরে কলেজ স্কোয়ারে জমায়েত হতে দেখা গেল, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর মতো একঝাঁক সেলেব্রিটি-সহ একাধিক পরিচিত মুখকে। উদ্দেশ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহামিছিল। কোনও দলের বা পতাকার নয়, এ মিছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে রয়েছে একটি মঞ্চ, যার নাম ‘আমরা তিলোত্তমা’। এদিন মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বাঁধা বেগুনি ফেট্টিতে একথাই লেখা রয়েছে।এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ১১ টি দাবি জানানো হবে। কলেজ স্কোয়্যার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের।গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের পরে কেটে গেছে ২২ দিন। সিবিআই তদন্ত করছে সঞ্জয় রায়ের নামের এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি ছাড়া তদন্তের কোনও অগ্রগতির খবর মেলেনি। এই ঘটনার পরে উঠেছে একাধিক প্রশ্ন, মিলেছে একাধিক অসঙ্গতি। তারই প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল ও আন্দোলন হচ্ছে শহর কলকাতায়। আজ, ১ সেপ্টেম্বর আরও একটি মহা মিছিলের সাক্ষী হল তিলোত্তমা কলকাতা।