Breaking News

নিজের মন্তব্যের রোষানলে কাঞ্চন মল্লিক!কাঞ্চনের সঙ্গে নাটক বাতিল করলেন সুজন,অনন্যা থেকে সুদীপ্তা কটাক্ষ করলেন অভিনেতাকে

প্রসেনজিৎ ধর :-আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। সেই আবহে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীর পর নাম না করে এবার সহকর্মীর বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা, নাট্যকার সুজন নীল মুখোপাধ্যায়। বাতিল করলেন তাঁর ও কাঞ্চনের একসঙ্গে অভিনয় করা নাটকও। পরিস্থিতি এমনই, নাটকের শো বাতিল করতে বাধ্য হল দল। তাঁর ‘মাগনরাজার পালা’য় অভিনয় করার কথা ছিল। নাট্যদলের তরফে সুজন মুখোপাধ্যায় সোমবার জানান, ওই শো বাতিল করা হয়েছে।সুজন আরও লেখেন, ‘মাগন‌ আর রাজা আর জুটি বেঁধে মঞ্চে নামবে না। বেশ কষ্ট হচ্ছে। কিন্তু বাস্তব বা মানুষের নিদান আসল।‌ সেটা গ্ৰহণ করতে হয়। উল্টো দিকে এটাও সত্যি, কাঞ্চন মল্লিকের এই নাটকে যে অবদান, তা চিরকাল মনে গেঁথে থাকবে। অভিনেতা হিসেবে ওঁর লড়াই, ওঁর নিষ্ঠা, ওঁর দক্ষতাকে আজীবন শ্রদ্ধা করব। বাকিগুলো ভুলে যাওয়ারই নামান্তর। আমরা একসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ সারা‌ ভারতবর্ষ জুড়ে ৫৫টি মতো অভিনয় করেছি। সে অভিজ্ঞতা ভোলার নয়। শিখেছি অনেক কিছু। কাঞ্চন ছাড়া মাগন‌ হয় না, ওঁর অতুলনীয় অভিনয় এই নাটকের প্রাণ ছিল। আমার কৃতজ্ঞতা স্বীকার করি। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে এই নাটক স্তব্ধ হল।’ শুধু তাই নয় । তাঁর মন্তব্য নিয়ে টলিপাড়ার অনেকেই মুখ খুলেছেন। যেমন অনন্যা চট্টোপাধ্যায় লেখেন, ‘কাঞ্চন মল্লিক, আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক। আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না এইভাবে। একা হয়ে যাবেন একদিন। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি (রাজনীতি) করলেই সবাই খারাপ মানুষ হয়ে যায় না। এই বিশ্বাসের জন্মদিন। আপনি জননেতা।’অপর দিকে সুদীপ্তা চক্রবর্তী যিনি কাঞ্চনের বন্ধু। তিনি লেখেন, “কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *