দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর হাসপাতালে গেলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা। পুলিশ সূত্রের খবর, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তারপর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠকে বসেন। হাসপাতালে যাওয়ার আগে টালা, কাশীপুর এবং সিঁথি থানাতেও গিয়েছিলেন নতুন পুলিশ কমিশনার।সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রাজ্যের সমস্ত হাসপাতালে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে এবং সিসিটিভি বসাতে হবে। সেখানে যেহেতু ঘটনাটি ঘটেছিল আরজি কর হাসপাতালে তাই সেখানের নিরাপত্তা এখন কেমন দেখলেন পুলিশ কমিশনার। আর কেমন করে এই হাসপাতালকে বাড়তি নিরাপত্তা দিয়ে সাজাতে হবে সেটাও খতিয়ে দেখেছেন। আজ, বৃহস্পতিবার সিআইএসএফ জওয়ানদের নিয়ে গোটা হাসপাতাল পরিদর্শন করেন মনোজ ভার্মা। কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে, পুলিশ পোস্টিং থাকবে এবং নজরদারি বৃদ্ধি করতে হবে তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন।গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে এই ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। জুনিয়র ডাক্তার-সহ বিভিন্ন মহল থেকে এই অভিযোগ তোলা হয়েছে। গত ৯ অগস্ট থেকে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। কলকাতা হাই কোর্টের নির্দেশে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও জুনিয়র ডাক্তারেরা পাঁচটি দাবিতে অনড়। তার মধ্যে একটি ছিল, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ। শেষ পর্যন্ত সেই দাবি মেনে মঙ্গলবার বিনীতকে পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করা হয়। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হন বর্মা। দায়িত্ব নেওয়ার পর বর্মা বৃহস্পতিবার গেলেন সেই আরজি কর হাসপাতালে। সেখানে গিয়ে খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা।