প্রসেনজিৎ ধর,কলকাতা :- আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা।আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলাতেও গ্রেফতার করেছে সিবিআই। এরপর তাঁর রেজিস্ট্রেশন বাতিল কেন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হল। বৃহস্পতিবার বাতিল হয়ে গেল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। সুতরাং আর ডাক্তার থাকলেন না তিনি।বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সে কারণে, নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হল।ঠিক কী কী ধারায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। মূলত শোকজ নোটিসের জবাব না দেওয়াকেই আমল দেওয়া হয়েছে। শোকজ নোটিসের ১৩ দিন পরও মেডিক্যাল কাউন্সিল সন্দীপ ঘোষের থেকে উত্তর পায়নি। রাজ্য মেডিক্যাল কাউন্সিল এই রেজিস্ট্রেশন বাতিলের প্রসঙ্গে একবার বলেছিল, কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। যদিও তাঁদের এও বক্তব্য ছিল, অবাঞ্ছনীয় কোনও কাজে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তই নেওয়া হল।