প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চারজনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সুজিত কুমার ঝা।আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত ১৯ অগস্ট গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ। এ ছাড়াও গ্রেফতার হন আফসর, বিপ্লব এবং সুমন। আর্থিক দুর্নীতিতে সন্দীপের পাশাপাশি নাম জড়িয়েছিল তাঁদেরও। আজ আদালতে সিবিআইয়ের দাবি করে, আরজি করের দুর্নীতিতে অভিযুক্তেরা সবাই ‘অত্যন্ত প্রভাবশালী’। এদের জামিনে মুক্তি দিলে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারে| আর্থিক দুর্নীতির পাশাপশি আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে গত ১৪ সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। আজ আর্থিক দুর্নীতি মামলা উঠেছিল আলিপুরের বিশেষ আদালতে। সেখানেই অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি |
Hindustan TV Bangla Bengali News Portal