দেবরীনা মণ্ডল সাহা :-সল্টলেকে পড়ুয়ার রহস্যমৃত্যু। শুক্রবার সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের নিচ থেকে উদ্ধার হয় এক ছাত্রের মৃতদেহ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান বছর কুড়ির ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন।পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম গৌরব দত্ত, বয়স ২০। সল্টলেকের এফএফ ব্লকের সেচ আবাসনের বাসিন্দা। এখানকারই এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সম্প্রতি বন্ধুদের সঙ্গে অশান্তি চলছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এছাড়া গৌরব কোনও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেখানে টানাপোড়েন চলছিল, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এসবের জেরেই কি তাঁর আত্মহত্যার সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ে কোনও গন্ডগোল চলছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন গৌরব। কিন্তু বন্ধুদের সঙ্গে অশান্তি এবং প্রেমের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি যেহেতু সামনে এসেছে, তাই খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও এই ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে পুলিশ সূত্রে খবর। কারণ জানতে পুলিশ তার বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করছে। কার সঙ্গে কী কারণে ঝামেলা সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।