দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলা ধৃত ৯ জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদাতল। মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা খেল কলকাতা পুলিশ।একহাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন মিলেছে তাঁদের। তবে আর কোনও পুজো মণ্ডপে তাঁরা প্রতিবাদ করতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি। আর শুক্রবার সন্ধেবেলা এই খবর ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। কারও কারও চোখে আনন্দাশ্রু। হাইকোর্টের নির্দেশ, জামিনপ্রাপ্তরা আর কোনও পুজোমণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানাতে পারবেন না। রাজ্য সরকারের কার্নিভালেও কোনওরকম বাধা দেওয়া যাবে না।এদিন আদালতে ধৃতদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এদের অপরাধ কী? অপরাধ কি বিচার চাওয়া? রাজ্য সরকার পরিকল্পনামাফিক মামলা সাজিয়ে এদের গ্রেফতার করেছে।’ পালটা রাজ্যের আইনজীবী বলেন, ‘ধৃতদের গোলমাল পাকানোর বৃহত্তর ষড়যন্ত্র ছিল।’ দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি সরকার বলেন, ‘ধৃতদের হেফাজতে রাখার কোনও পরিকল্পনা নেই। ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হল। ধৃতদের বিরুদ্ধে ১৫ নভেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। প্রতি সপ্তাহে ১ বার করে তাদের থানায় হাজিরা দিতে হবে।’ সঙ্গে আদালত জানিয়েছে, কোনও পূজা মণ্ডপের থেকে ২০০ মিটারের মধ্যে আর কোনও প্রতিবাদ করা যাবে না। বিক্ষোভ দেখানো যাবে না রাজ্য সরকারের পূজা কার্নিভালে। আদালত স্পষ্ট জানিয়েছে, এই যুবকরা এমন কিছু করেনি যাতে এমন গুরুতর সব ধারা তাদের বিরুদ্ধে প্রয়োগ করা যায়। বিচারপতি সরকার আলিপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, শুক্রবারই যেন ধৃতরা মুক্তি পান তা নিশ্চিত করতে হবে তাঁকে।