Breaking News

ত্রিধারার মণ্ডপে স্লোগান দেওয়ায় ধৃত ৯ জনকে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-পুজো মণ্ডপে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদেরকে এদিন আলিপুর আদালতে আনা হয়। সূত্রের খবর, পুলিশ তাঁদের ১২ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। তবে আদালত সকলকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন আদালতে পেশ করার জন্য ৯ জনকে আনা হলে আলিপুর কোর্ট চত্বরে তাঁদের সমর্থনে আওয়াজ তোলা হয়। উত্তাল পরিস্থিতি তৈরি হয় কোর্ট চত্বরে। সেখানেও চলে প্রবল বিক্ষোভ। বুধবার দক্ষিণ কলকাতার একটি বড় পুজো মণ্ডপে কিছু মানুষ ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে মণ্ডপে ঢুকে স্লোগান দিতে থাকেন। মণ্ডপে লিফলেটও বিলি করা হয়। পুলিশ নয় জনকে গ্রেফতার কর হয়।এরপরই ষষ্ঠীর রাতে লালবাজার সামনে বিকোভ দেখান। সেখানে জুনিয়র ডাক্তাররাও হাজির ছিল বলে খবর। ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে জমায়েত, সরকারি কর্মচারীদের ওপর হামলা , ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃতদের আদালতে তোলার সময়ও আলিপুরে জুনিয়র ডাক্তাররা জমায়েত হন। বিক্ষোভ দেখান।এদিকে, পুলিশ জানিয়েছে, রবীন্দ্র সরোবর এলাকার বাসিন্দা বিট্টু কুমার ঝা নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে দমদমের উত্তরণ সাহা রায়, ট্যাংরার কুশল কর, নরেন্দ্রপুরের জহর সরকার এবং সাগ্নিক মুখোপাধ্যায়, আসানসোলের কুলটির বাসিন্দা সুজয় মণ্ডল, পূর্ব বর্ধমানের নাদিম হাজারি, হাসনাবাদের ঋতব্রত মল্লিক, খড়দহের চন্দ্রচূড় চৌধুরী, রহড়ার দৃপ্তমান ঘোষ এই নজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী বলেন, “ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে স্পষ্ট যে পূর্ব পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে। জামিন দিলে অন্য মণ্ডপে গিয়েও এক‌ই কাজ করবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *