প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে কয়েকদিন ধরেই অনাস্থা প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার এই নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিতে দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ধর্মতলার অনশনমঞ্চের সামনে থেকে মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই। সেখানে বিশিষ্টদের সঙ্গে রয়েছেন সাধারণ মানুষও। মিছিলের শুরুতেই রয়েছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়ারা। ফেস্টুনে লেখা, বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ।রাজভবন অভিযানের রুট নিয়ে জটিলতা। মাঝপথে পুলিশের সঙ্গে কথা।নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগানে ক্রমে তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের মিছিল থেকে। কালো পোশাক গায়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন আন্দোলনের সমর্থনকারীরা। পুলিশের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আবার এগোতে শুরু করেছে মিছিল। আপাতত বেন্টিঙ্ক স্ট্রিট থেকেই এগিয়ে চলছে মিছিল। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, পুলিশ যে বিকল্প রাস্তার প্রস্তাব দিয়েছে, সেটি অনেক সরু। পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে লালবাজারের সামনে দিয়েও যেতে দিতে চাইছে না পুলিশ। আপাতত সোজা পথেই এগিয়ে চলছে মিছিল।রাজভবনের দিকে এগোচ্ছে জুনিয়র ডাক্তারদের মিছিল। প্রস্তুত পুলিশও। পুলিশের একটি দল রাজভবনের দিকে এগোচ্ছে। ‘রাজভবন অভিযান’ শুরুর আগেও ধর্মতলা চত্বরে পুলিশের একটি বাহিনী মোতায়েন করা ছিল। এবার রাজভবনের সামনেও প্রস্তুতি নিয়ে রাখছে পুলিশ। রাজভূনের গেটের সামনেই ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ | জুনিয়র ডাক্তারের মিছিলের জন্য রাজভবনের সামনে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশকর্মী। ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে রাজভবনের গেট।জুনিয়র ডাক্তারদের আন্দোলনে শামিল হয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আট থেকে আশি— সব বয়সের মানুষকেই আন্দোলনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। সোমবারও তার ব্যতিক্রম হল না। জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে একাত্ম হয়েছে নাগরিক সমাজের একটি অংশ। বিচারের দাবিতে স্লোগান তুলছে তারাও। জাতীয় পতাকা হাতেও মিছিলে শামিল হয়েছেন কেউ কেউ।