Breaking News

অনশন মঞ্চেই জ্ঞান হারালেন তনয়া পাঁজা!তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অনশনকারী জুনিয়র ডাক্তারদের আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্যের পর অসুস্থ তনয়া পাঁজা। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলেন তনয়া। তারপরই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আরজি করের ঘটনার প্রতিবাদ-সহ দশ দফা দাবিতে মিছিল, আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তনয়ার শরীর আগেই খারাপ হয়েছিল কিন্তু তিনি হাসপাতালে যেতে নারাজ ছিলেন। তবে শেষমেশ পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাঁকে ভর্তি করতেই হয়েছে কলকাতা মেডিক্যালে। সূত্রের খবর, অনশন মঞ্চের অদূরেই শৌচালয় ব্যবহার করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তনয়া। তারপরই তাঁকে তাঁর সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। ইতিপূর্বে অনশনরত আরও ৪ জুনিয়র ডাক্তার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সংখ্যাটা বেড়ে হল ৫। তাঁর শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রীতিমতো ক্ষোভের সুরে জুনিয়র ডাক্তাররা বলছেন যে অনশনের ২১৬ ঘণ্টা পার হয়ে গেল। রাজ্য সরকারের এখনও টনক নড়ল না।আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন ছয় জুনিয়র ডাক্তার। তনয়াও ছিলেন তাঁদের মধ্যে। ৬ অক্টোবর অনশনে যোগ দেন আর জি কর হাসপাতালের ডাক্তার অনিকেত মাহাতো। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও আমরণ অনশন শুরু হয়। দুই চিকিৎসক শামিল হন। ১১ অক্টোবর ধর্মতলার অনশনমঞ্চে যোগ দেন আরও দুই জুনিয়র ডাক্তার। ১৪ অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও এক জুনিয়র ডাক্তার অনশনে যুক্ত হন। এর মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, অলোক বর্মাদের। এবার সেই তালিকায় যুক্ত হলেন তনয়া পাঁজাও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *