প্রসেনজিৎ ধর, হুগলি :- অভিষেক পত্নী রুজিরাকে সিবিআই জেরা নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বুধবার হুগলির সাহাগঞ্জের সভা থেকে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন,”একটা ঘরের মা-বোনেদের বলছেন কয়লা চোর | বাড়ির বউকে কয়লা চোর বলছে |” তারপরই মোদীকে তাঁর কটাক্ষ “তোমার সারা গায়ে ময়লা লেগে আছে|নোটবন্দির টাকা কোথায় গেল, নরেন্দ্র মোদী জবাব দাও | বিএসএনএল বিক্রি হচ্ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন জবাব দাও |”
ডানলপের সাহাগঞ্জের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভা থেকে মোদীকে বিঁধলেন মমতা, সুর চড়ালেন সিবিআই হানা প্রসঙ্গেও | সভা থেকে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী জুটিকে রীতিমতো নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়| বললেন, ”সরকার চালাচ্ছে একটা দৈত্য, আরেকটা দানব| একটা হোঁদল কুতকুত, আরেকটা কিম্ভূত কিমাকার |” মুখ্যমন্ত্রীর মুখে এহেন ভাষায় দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে শুরু হয়ে গিয়েছে সমালোচনা | এরপরই একাধিক ইস্যুতে বিজেপিকে বেঁধেন নেত্রী |‘হুগলি সব আসন আমাদের দিন’ এই আওয়াজ তোলে সভা শেষ করেন তৃণমূল সুপ্রিমো |