প্রসেনজিৎ ধর, হুগলি :- হুগলির সাহাগঞ্জে তৃণমূলের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন একঝাঁক তারকা| তার মধ্যে যেমন রয়েছেন রূপালি জগতের কুশীলবরা তেমনই রয়েছেন ময়দানের খেলোয়াড় | যা নিয়ে এদিন যেন চাঁদের হাট বসেছিল মমতার মঞ্চে| এদিন তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, মানালি দে,সুদেষ্ণা রায়,অনন্যা চট্টোপাধ্যায়রা | খেলোয়াড়দের মধ্যে ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি,প্রাক্তন ফুটবলার সৌমিক দে | এদিন মঞ্চ থেকে একে একে ‘খেলা হবে’ ও ‘জয় বাংলা’ ধ্বনি দেন যোগদানকারীরা | পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রেখে আগামীর পথে এগিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার বলে মন্তব্য করেন তাঁরা | কিছুদিন ধরেই সায়নী ঘোষ সোশ্যাল মিডিয়ার রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন | গেরুয়া শিবিরের বিরুদ্ধে যেভাবে একের পর এক তির তিনি ছুঁড়ছিলেন তাতে তাঁর শাসক শিবিরে যোগ দেওয়াটা সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করছিল রাজনৈতিক মহল | সায়নীর মতো রাজ চক্রবর্তী এবং জুন মালিয়ার তৃণমূলে যোগ নিয়েও জল্পনা বেশ কিছুদিন ধরে ছিল | তবে,এদিনের সভায় কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের দলে টেনে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল | মানালি দে’র মতো টেলিভিশনের জনপ্রিয় মুখকেও দলে টেনেছে শাসক শিবির | সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী পোস্ট করতে দেখা যাচ্ছিল মনোজকে | তারপর থেকেই তৈরি হয় জল্পনা |মনোজের পাশাপাশি চমক দিয়ে প্রাক্তন ফুটবলার সৌমিক দে’কেও দলে টানল শাসক শিবির |