Breaking News

আরজি কর আবহে মহানগরে ফের মহিলা চিকিৎসককে যৌন হেনস্তার অভিযোগ!গ্রেপ্তার ক্যাব চালক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর আবহের মধ্যেই কলকাতায় এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্তার অভিযোগ উঠল । অভিযোগের তির অ্যাপ ক্যাব সংস্থার চালকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালের কাছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা চিকিৎসক কাজ সেরে ফেরার পর ওই বেসরকারি হাসপাতালের বাইরে থেকে তিনি একটি অ্যাপ বাইক বুক করেন । কিন্তু কিছুক্ষণ পর কোনও কারণবশত ওই মহিলা চিকিৎসক বাইক রাইডটি বাতিল করেন । কেন তিনি রাইডটি বাতিল করলেন, তা জানার জন্য ওই মহিলা চিকিৎসককে বারবার ফোন করতে থাকেন চালক । মহিলার অভিযোগ, এরপর তিন ফোন ধরলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরে যৌন হেনস্তার ভয় দেখান অ্যাপ বাইক চালক |শুক্রবার রাত আটটা নাগাদ মহিলা জুনিয়র ডাক্তার জনপ্রিয় অ্যাপ মারফত ক্য়াব বুক করেন। কিন্তু দেখা যায়, সেটি আসতে প্রায় ১২ মিনিট সময় লাগবে। তখনই বুকিং বাতিল করে দেন ওই তরুণী। তার পরই চালক বার বার ফোন করতে শুরু করে। ফোন করে রীতিমতো ‘দেখে নেওয়া’র হুমকি দেয় সে। এলাকায় দেখতে পেলে ‘চামড়া গুটিয়ে’ দেওয়ার কথাও বলে। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অশ্লীল ভিডিও মেসেজও পাঠায়।
এর পরই ইমেল মারফত কলকাতার পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। এর পর আরও দুই চিকিৎসকের সঙ্গে নিয়ে পূর্ব যাদবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত ক্যাব চালক ৪১ বছরের রাজু দাসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যৌন হেনস্তা, মহিলার সম্মানহানি-সহ তিনটি ধারায় মামলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *