দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করেছিলেন স্বামী। আর তাই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যাই ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক।লেকটাউনের বিসর্জন ঘাটেই মহিলাকে কটূক্তি এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, কালীপুজোর আলো খোলা নিয়ে কয়েক জন স্থানীয় যুবকের সঙ্গে মহিলা এবং তাঁর স্বামীর বচসা বাধে। অভিযুক্তেরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন মহিলা। তাঁকে কটূক্তি করা হলে মহিলার স্বামী তাতে বাধা দেন। কিন্তু তখন তাঁকেও মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে মার খান ওই মহিলাও। তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ সূত্রে খবর, যে সময়ে লেকটাউনে এই ঘটনা ঘটছিল, তখন রাস্তায় কয়েক জন পুলিশকর্মী টহল দিচ্ছিলেন। তাঁরা দেখতে পেয়ে ঘটনাস্থলে যান এবং দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁদের গ্রেফতার করা হয়। তবে বাকিরা পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মহিলা এবং তাঁর স্বামীকে রাতেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। দম্পতির অবস্থা আপাতত স্থিতিশীল। ধৃতদের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁদেরও সোমবার আদালতে হাজির করানো হয় |
Hindustan TV Bangla Bengali News Portal