Breaking News

দ্রোহের আলো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর এক্সাইড মোড়ে হামলার অভিযোগ!শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আরজি করের নির্যাতিতা জন্য বিচারের দাবিতে সোমবার শহরের বিভিন্ন প্রান্তে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি আয়োজিত হয়েছে। তাতে শামিল হয়েছিলেন অনেক সাধারণ নাগরিকও। রাতে বাড়ি ফেরার পথে সেই কর্মসূচিতে অংশগ্রহণকারী কয়েক জনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের। ঘটনাটি ঘটেছে এক্সাইড মোড়ের কাছে। পরে এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।জানা গিয়েছে, আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজ্যজুড়ে সোমবার ‘দ্রোহের আলো’ কর্মসূচির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। তাতে অংশ নেন বহু সাধারণ মানুষজন। কর্মসূচি শেষে বিপত্তির সূত্রপাত। রাসবিহারী অ্যাভিনিউ থেকে একটা গাড়িতে ফিরছিলেন তিন মহিলা, একজন পুরুষ। একই সময় সেখান দিয়ে কালীপুজোর বিসর্জন যাচ্ছিল। প্রতিমার গাড়ি ছাড়া আরেকটি ম্যাটাডোরে যাচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই গাড়ি থেকেই প্রথমে প্রতিবাদীদের গাড়িটি লক্ষ্য করে কটূক্তি করা হয়। ম্যাটাডোরটি বার বার গাড়ির দিকে ঘেঁষে আসছিল এবং অশালীন মন্তব্য উড়ে আসছিল সেখান থেকে।এভাবেই ম্যাটাডোরটি গাড়িকে ফলো করে এক্সাইড মোড় পর্যন্ত আসে বলে অভিযোগ। এর পর বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে হয়ে যাচ্ছে দেখে গাড়ি থেকে নেমে যুবক এগিয়ে যান ম্যাটাডোরের দিকে। জানতে চান, কেন তাঁদের গাড়ির পিছু ধাওয়া করা হচ্ছে এতক্ষণ ধরে? এই প্রশ্ন শুনে খেপে যান ম্যাটাডোরে থাকা যুবকরা। শুরু হয় হাতাহাতি। তাতে গাড়ির কাচ ভাঙে বলেও অভিযোগ। তখনও মহিলাদের উদ্দেশে ম্যাটাডোরের যুবকরা কটূক্তি করছিল বলে অভিযোগ। এত কিছুর পর শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলারা। তবে ম্যাটাডোরের নম্বর বলতে পারেননি তাঁরা। তা খুঁজে বের করে তদন্তে নেমেছে পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *