দেবরীনা মণ্ডল সাহা :- মঙ্গলে সুপ্রিম কোর্টে হল না আরজি কর মামলার শুনানি। এদিন বিকেল ৩টে নাগাদ মামলাটি শোনার কথা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের। কিন্তু শুনানির দিন পিছিয়ে গেল সর্বোচ্চ আদালতে। আগামীকাল অর্থাৎ বুধবার সকালে এই মামলার শুনানি হবে, জানান প্রধান বিচারপতি। জানা গিয়েছে, এদিন রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে হবে বিচারপতিদের। ফলে আদালতের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় ধরে আরজি কর মামলা শোনা সম্ভব হবে না। সেই কারণে বুধবার প্রথম মামলা হিসেবে আরজি করের ঘটনাই শুনবেন বলে জানান প্রধান বিচারপতি।গত ১৫ অক্টোবর শেষ বার আরজি কর মামলার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে৷এদিনই সুপ্রিম কোর্টে আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করার কথা ছিল সিবিআই-এর৷ পাশাপাশি হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে কী পদক্ষেপ করেছে এবং কী পরিকল্পনা রয়েছে, সেই বিষয়ে হলফনামাও জমা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের৷অন্যদিকে, আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। ৮ নভেম্বর তাঁর শেষ বেঞ্চ বসার কথা। ফলে বৃহস্পতি বা শুক্রবার এই মামলার শুনানি না হলে বুধেই সম্ভবত তিনি শেষবারের মতো আরজি কর মামলা শুনবেন।