দেবরীনা মণ্ডল সাহা, হুগলি :- বনগাঁর পর হুগলি। কোন্নগরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ব্যবসায়ীর মাথায় গুলি দুষ্কৃতীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুরনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগর-রিষড়া সীমানা লাগোয়া ব্রহ্মস্থান এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গুলিবিদ্ধ হয়েছেন রিষড়া বাঘ-খাল এলাকার বাসিন্দা, লরি ব্যবসায়ী মহম্মদ শামসুদ্দিন আনসারি। এলাকার সবাই তাঁকে খান বলে চেনেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পলাতক অভিযুক্ত যুবক বাগখাল দুই নম্বর লাইনের বাসিন্দা রঞ্জন যাদব। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, সকাল সাড়ে ন’টা নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন শামসুদ্দিন। তখন হঠাৎ রঞ্জন সেখানে হাজির হয়ে খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ধরার চেষ্টা করেন। কিন্তু পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরনো গণ্ডগোলের জেরে গুলি চালানো হয়েছে। অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।’’
Hindustan TV Bangla Bengali News Portal