Breaking News

জোড়াসাঁকোর ফুটপাথে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ!খুনের অভিযোগে গ্রেফতার ১

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ সরফরাজ (৩০)। শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জোড়াসাঁকো এলাকায় ফুটপাত থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় পড়েছিল সে। শরীর থেকে রক্তপাতও হয়েছিল। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃতর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়। রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ দেখে রাতেই সরফরাজ নামে এক জনকে শনাক্ত করে জোড়াসাঁকো থানার পুলিশ। অভিযোগ, ফুটপাথের ধারে মাঝবয়সি ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করছিলেন তিনি। ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সরফরাজকে পাকড়াও করে পুলিশ। তাঁর বাড়ি কলকাতার এমএম বর্মণ স্ট্রিট এলাকায়। একটি গামছাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ, ওই গামছাটি ব্যবহার করেই শ্বাসরোধ করার চেষ্টা হয়েছিল।যদিও শ্বাসরোধ করার কারণেই মৃত্যু হয়েছে কি না, সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় মৃতের শরীর থেকে রক্তপাত হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে জোড়াসাঁকো থানার পুলিশ। পাশাপাশি রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *