Breaking News

বাগুইআটিতে প্রোমোটারকে মারধর কাণ্ডে অধরা কাউন্সিলরের বাড়িতে নোটিস পুলিশের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাগুইআটিতে প্রোমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে নোটিশ বাগুইআটি থানার পুলিশের। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রমেন মণ্ডল এবং শুভেন্দু মণ্ডল। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হয়। তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত।প্রোমোটার কিশোর হালদার তাঁর উপর হামলা, মারধরের ঘটনায় বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রবিবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তাঁদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার গেলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির দেওয়ালে নোটিস লাগিয়ে দেওয়া হল। তাঁকে বাগুইআটি থানায় দেখার করার কথা বলা হয়েছে। প্রোমোটার কিশোর হালদারকে মারধরের মামলায় কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, সেকথা উল্লেখ করা হয়েছে নোটিসে |বাগুইআটির এই ঘটনার নেপথ্যে তোলাবাজির অভিযোগ ওঠে। আক্রান্ত কাউন্সিলরের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেন। প্রথমবার কাউন্সিলরকে ৩ লক্ষ টাকা দিলেও তাঁর দাবিদাওয়া বাড়তে থাকে। সেই টাকা দিতে পারছিলেন না প্রোমোটার। এরপর কিশোরবাবুর বাড়িতে গিয়ে তিনি জোরজুলুম করেন বলে অভিযোগ। সেসময় তাঁর অনুগামীরা হামলা চালান। তাতে মাথা ফেটে রক্তাক্ত হন প্রোমোটার। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এবার তাঁর খোঁজে বাড়িতে নোটিস দিল পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *